ঔপ্রেসক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতৌ
আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরে ঘোড়াঘাটে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ঘোড়াঘাট প্রেসক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
আলোচনা সভায় প্রেসক্লাবের সদস্য সচিব এসএম আরিফুল ইসলাম জিমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহেল শাফি, উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি রেজভী হাসান সহ আরও অনেকে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জিল্লুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ-সম্পাদক একরামুল হক, মোহনা টিভির সামসুল ইসলাম সামু, এশিয়ান টিভির মোহাম্মদ সুলতান কবির, স্বাধীন মতের ইফতেখার আহমেদ বাবু, আমাদের নতুন সময়ের আবু সুফিয়ান, মানবকন্ঠের রাফছানজানী শুভ, সকালের সময়ের মাহফুজুর রহমান সরকার, বর্তমানের সোহানুজ্জামান সোহান, ডেল্টা টাইমস্এর শহীদ আলম সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ অন্যান্য সকলের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।