পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামী মাদারীপুর হতে আটক
একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জের হত্যা মামলার পলাতক আসামী ফরিদুল ইসলামকে ২০ এপ্লিল শনিবার মাদারীপুর হতে র্যাব ৮ আটক করে।
আটকের পর দেবীগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে দেবীগঞ্জ থানা পুলিশ মাদারীপুর যান। মাদারীপুর র্যাবের ক্যাম্পে গেলে র্যাব কর্তৃপক্ষ দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত নজরুল ইসলামের নিকট আটককৃত ফরিদুল ইসলামকে ২২ এপ্রিল রবিবার সকালে হস্তান্তর করে।
দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত নজরুল ইসলামের নেতৃত্বে থানার ফোর্সদের সাথে নিয়ে মাদারীপুর যান।
দেবীগঞ্জ উপজেলার সোনাহার কামাতপাড়া এলাকার চাঞ্চল্যকর সেলিম হত্যা মামলার প্রধান আসামী। গত বছর ওই এলাকায় খুন হন। সে খুনের মামলায় ফরিদুল ইসলাম প্রধান আসামী।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম, সেলিম হত্যা মামলার প্রধান আসামী ফরিদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আটক করে পঞ্চগড় আদালতে প্রেরন করা হয়েছে।