pub-4902861820262150
5:11 am, Sunday, 6 October 2024

গভীর রাতে পানের বরজে আগুন” বরজ ভেঙ্গে লতা উঠিয়ে, পান ছিড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রতিনিধির নাম

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বদরখালীতে জমি বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পানের বরজে আগুন” পানের লতা উঠিয়ে পান ছিড়ে ফেলে ও পানের বরজ ভেঙ্গে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষরা। এমনটি ঘটনা ঘটেছে সদর উপজেলার, বদরখালী ইউনিয়নে, পাতাকাটা গ্রামে। ভুক্তভোগী সগীর গোলদার মৃত্যু রব গোলদারের ছেলে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪ ইং) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মালিক ছগির গোলদার সহ তার স্বজনদের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষদের দ্বারা তার সকল উপার্জনের টাকা দিয়ে সাজানো পানের বরজটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার পাঁয়তারা করেছিল শত্রুরা। তিনি বলেন পার্শ্ববর্তী দুলাল গোলদার এর বাড়িতে বাৎসরিক ওরস শরীফ চলছিল। ওরস শরীফে আসা লোকজনে দেখতে পায় পানের বরজের পাশে নেট জালে দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রা দৌড়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। নাম প্রকাশে অনিচ্ছু একাধিক ব্যক্তিরা জানান জব্বার গোলদারের সাথে জমি নিয়ে ভুক্তভোগী ছবির গোলদারদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল । তাদের ধারণা সরোয়ার গোলদারের ছেলে আফ্রিদি , শহীদের ছেলে রনি সহ তাদের দলবল নিয়ে এ ঘটনা ঘটাতে পারে। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন এ বিষয়ে থানায় এখনো কোন অভিযোগ আসেনি , অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 06:15:24 pm, Friday, 26 April 2024
92 বার পড়া হয়েছে
error: Content is protected !!

গভীর রাতে পানের বরজে আগুন” বরজ ভেঙ্গে লতা উঠিয়ে, পান ছিড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : 06:15:24 pm, Friday, 26 April 2024

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বদরখালীতে জমি বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পানের বরজে আগুন” পানের লতা উঠিয়ে পান ছিড়ে ফেলে ও পানের বরজ ভেঙ্গে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষরা। এমনটি ঘটনা ঘটেছে সদর উপজেলার, বদরখালী ইউনিয়নে, পাতাকাটা গ্রামে। ভুক্তভোগী সগীর গোলদার মৃত্যু রব গোলদারের ছেলে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪ ইং) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মালিক ছগির গোলদার সহ তার স্বজনদের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষদের দ্বারা তার সকল উপার্জনের টাকা দিয়ে সাজানো পানের বরজটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার পাঁয়তারা করেছিল শত্রুরা। তিনি বলেন পার্শ্ববর্তী দুলাল গোলদার এর বাড়িতে বাৎসরিক ওরস শরীফ চলছিল। ওরস শরীফে আসা লোকজনে দেখতে পায় পানের বরজের পাশে নেট জালে দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রা দৌড়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। নাম প্রকাশে অনিচ্ছু একাধিক ব্যক্তিরা জানান জব্বার গোলদারের সাথে জমি নিয়ে ভুক্তভোগী ছবির গোলদারদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল । তাদের ধারণা সরোয়ার গোলদারের ছেলে আফ্রিদি , শহীদের ছেলে রনি সহ তাদের দলবল নিয়ে এ ঘটনা ঘটাতে পারে। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন এ বিষয়ে থানায় এখনো কোন অভিযোগ আসেনি , অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।