পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত হয়েছে।স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে রোববার (২৮ এপ্রিল) সকালে জেলা জর্জ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করে র্যালিটি।
পরে দিনব্যাপী রক্তদান কর্মসূচি,লিগ্যাল এইডমেলা, দিবসটি সম্পর্কে আলোচনা এবং সেরা প্যানেল আইনজীবিদের পুরস্কার ও তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি।
কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জর্জ আদালত, মো.গোলাম ফারুক এর সভাপতিত্বে জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম,পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা,আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব ও লিগ্যাল এইড অফিসার (সিনিয়র জেলা জর্জ) মো.আবু সাঈদ,সদর উপজেলার নির্বাহী অফিসার মো.জাকির হোসেন প্রমূখসহ আইনজীবি,শিক্ষক,
রোভার স্কাউটস,বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেয়।