দীর্ঘ ২০ বছর পর আদালতের রায়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
দীর্ঘ ২০ বছর পর আদালতের রায়ে রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালেয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
সোমবার ২৯ এপ্রিল অতিরিক্ত জেলা ও দায়বা জজ ২য় আদালত নওগাঁ কতৃক একটি লিখিত আদেশ ও ডিগ্রি প্রেক্ষিতে তিনি এই যোগদান করেন। এসময় বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ ফুলের মালা দিয়ে বরণ করে ন্যায় প্রধান শিক্ষক নজরুল ইসলামকে।
বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর শিক্ষার্থী মুক্তাদির আলম মাহিন বলেন, স্যার আমাদের বিদ্যালয়ে নতুন যোগদান করেছেন, স্যার এর বিষয়ে প্রাক্তন শিক্ষার্থী বড় ভাইদের কাছ থেকে জেনেছি স্যার অনেক ভালো মানুষ। স্যার আমাদের বিদ্যালয় ও আমাদের জন্য ভালো কিছু করবে এটাই আশা করছি।
শিক্ষার্থীর অভিভাবক হাসান বলেন, নজরুল ইসলাম স্যার নতুন করে যোগদান করাতে আমরা আনন্দিত কারণ বিদ্যালয় এর শৃঙ্খলা ফিরে পাবে। এই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ঠিকমত আসে না অনিয়ম দুর্নীতিতে ভরে গেছে। নজরুল ইসলাম স্যার এইসব অনিয়মের বেড়াজাল ভেঙে বিদ্যালয়’কে নতুন রূপে রূপান্তরিত করবে, আবারো ফিরে পাবে ঐতিহ্য।
নজরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ে কার্য পরিচালনাকালে মামলাগত জটিলতায় রাণীনগর সহকারি জজ আদালত, নওগাঁয় ১৪০/২০১৫ অ:গ্র: মামলা দাখিল করি। আদালত আদেশ ও ডিক্রি পূর্ব পর্যন্ত বিবাদীগণ বা তাদের পক্ষের আইনজীবী উপস্থিত না হলে আদালত আইনী প্রক্রিয়া শেষে ১৫/০১/২০১৮ ইং তারিখে আদেশ ও ডিক্রি ঘোষণা করেন। পরবর্তীতে বিদ্যালয় পক্ষ ছানী দাখিল করলে আইনত মূল মামলায়
উভয় পক্ষ অংশ গ্রহনের মাধ্যমে বিজ্ঞ আদালত আদেশ ও ডিক্রি ঘোষণা করেন, যা হলো- অত্র মোকদ্দমা ২নং বিবাদীর বিরুদ্ধে দোতরফা সূত্রে এবং অন্যান্য বিবাদীর বিরুদ্ধে একতরফা সূত্রে বিনা খরচায় ডিসমিস করা হয়। বাদী পুনরায় প্রতিকারের আশায় জেলা ও দায়রা জজ আদালত, নওগাঁয় ১১/২০২০ স্বত্ব আপীল করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অস্ত্রে সর্বিক বিচার বিশ্লষণ করে ২৩/০১/২০২৪ ইং তারিখে আদেশ এবং ২৪/০১/২০২৪ ইং তারিখে ডিগ্রী যোষণা করেন।বিধায় আদালতের আদেশ ও ডিক্রী মোতাবেক অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে অদ্য ২৮শে এপ্রিল ২০২৪ প্রধান শিক্ষক পদে কাজে যোগদান করলাম এরসাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় সকলের কাছে সার্বিক সহযোগিতা চাই।