দেবীগঞ্জের খোচাবাড়িতে চেয়ারম্যান প্রার্থী জর্জের আনারস মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল দেবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শালডাংগা ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় খোচাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ন্যায় বিচার, হক দারের হক নিশ্চিত করার জন্য ভোট দিতে হবে যোগ্য ব্যক্তিকে। বিগত নির্বাচনে নির্বাচন ধর্মের ভাইদের সেই কিছু মানুষ কিছুটা আবেগপ্রবণ হয়ে পরিমল দার প্রতি ঢুকে গিয়েছিল হেলিকপ্টারে ভোট দিয়েছিল।
আমি আপনাদের কাছে ঋণী। আমি আপনাদের বিগত সময়ের মধ্যে ভুলত্রুটি জন্য। রাজনৈতিক অস্থিরতার ঊর্ধ্বে সম্প্রীতি বিরাজ করে দলের মতের মানুষকে একটি মঞ্চে এনে এই এলাকার উন্নয়নের গতিশীলতা আরো কিভাবে বৃদ্ধি করা যায় এবং কিভাবে এই এলাকার প্রস্তাবিত মসজিদ মন্দির গির্জা শ্মশান হাটি কবরহাটি মাদ্রাসা ঈদগা মাঠ সহ পরিবর্তন সহ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ভৌত অবকাঠামোর পরিবর্তন এনে মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিবো।
তিনি আরও বলেন, আপনাদের কথা দিয়ে গেলাম আমার মধ্যে কখনো গরমিল হবে না আপনাদের পাশে থেকে উন্নয়ন করার চেষ্টা করব আল্লাহ তাবাক্কা। আমার গত উপজেলা নির্বাচনে ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে পামুলী ইউনিয়নে অনেক উন্নয়ন করেছি।
আমার চেয়ারম্যানের আমলে তহবিল থেকে এক কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম।
এই ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড অনুন্নত। এ এলাকাগুলি আমি যে অবস্থায় রেখে গিয়ে ছিলাম পাঁচ বছর আগে তার থেকেও খারাপ অবস্থার মধ্যে পড়ে আছে উপজেলা পরিষদ এবং আমার বর্তমান চেয়ারম্যানের কর্মকান্ডে এই এলাকার উন্নয়ন ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে কোথাও কোন পরিবর্তন লক্ষ্য হচ্ছে না। ইউনিয়নবাসী গত নির্বাচনে যারা অন্য অন্য প্রার্থীর পক্ষে প্রচারনায় অংশ নিয়েছিলেন কিংবা জ্ঞাতশারে অগ্রা প্রসারে দয়া মায়া করে ভিক্ষাবৃত্তি গায়ে হাত পা ধরা চোখের পানি আত্মীয়তা ইত্যাদি ভেবে যে ভুল করে আমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরেছি সেই ভুলের দিকে কি আর ধাবিত হওয়া যাবেনা। একই ভুল কি বারবার করা যাবেনা। সব ভুলের উপেক্ষা করে আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। পামুলী ইউনিয়নসহ বিভিন্ন কাজের অসমাপ্ত রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। যেগুলো ঝুঁকিপূর্ন রাস্তা রয়েছে সেগুলো সংস্কার করা হবে।
পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনা করে বক্তব্য দেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজিবর রহমান সভাপতিত্ব করেন।
ছেলে আমার নানা মামারা সম্মিলিত প্রচেষ্টায় জনসভায় এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলে হায়দার প্রধান, দেবীডুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মামুন ও বাবু বিমল কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জতিশ চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা এ কে ভুইয়া, পঞ্চগড় জেলা কৃষক লীগের সহ সভাপতি মকলেছুর রহমান হেলাল শাহ, দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগড় আলী, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র রায়, টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম রহমান সরকার, সুন্দরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শাহীন,উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্মল কুমার শর্মা, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরেশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রধান, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য হারুন অর রশীদ, উপজেলা পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান তবিবর রহমান।
জনসভায় পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদকসহ দেবীডুবা, সুন্দরদীঘি, দন্ডপাল ইউনিয়ন থেকে কয়েক হাজার সাধারন জনগন উপস্থিত ছিলেন।