বাংলাদেশী হাইকমিশনে হামলার প্রতিবাদে দেবীগঞ্জে বিক্ষোভ
- আপডেট সময় : ০১:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
মোঃ এনামুল হক, স্টাফ রিপোটার:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারতের বাংলাদেশী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে .মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে দেবীগঞ্জ বাজার জামে মসজিদ থেকে সর্বস্তরেরর ছাত্র জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে শেষ হয়। ভারতের বাংলাদেশী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বিজয় চত্বর মোড়ে
সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীগঞ্জের ছাত্র সমন্বয়ক
ওয়াসিম আলম। এসময় অন্যান্য ছাত্র সমন্বয়ক ও সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্র সমন্বয়ক ওয়াসিস আলম ভারতের বাংলাদেশী হাইকমিশনে হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ও ভারতের আগ্রাসন বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।