বর্ষাকালে সাপ হতে সাবধান
গোবিন্দগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে দুই সন্তানের জননী রাশেদা বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৬ আগস্ট) রাত্রি আনুমানিক ৮ টার দিকে উপজেলার
মহিমাগঞ্জ ইউপির ছয়ঘড়িয়া গ্রামে এঘটনাটি ঘটে।
নিহত রাশেদা বেগম নামের গৃহবধূ সে উপজেলার মহিমাগঞ্জ ইউপির ছয়গড়িয়া গ্রামের মো.আশরাফুল ইসলামের সহধর্মিণী ও দুই সন্তানের জননী।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,দুই সন্তানের জননী রাশেদা বেগম রাত্রে পাশ্ববর্তী এক প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথিমধ্যে তার পায়ে বিষধর সাপ দংশন করে। এবিষয়টিকে গুরুত্ব না দিয়ে ইদুর – চিকা মনে করে বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়েন। এঘটনার ঘন্টা খানেক সময় অতিবাহিত হওয়ার পর তার শরীরে বিষের তীব্রতা বাড়ার ফলে অসহনীয় হওয়ায় তার আত্ন চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিষধর সাপের কামড়ের বিষয় নিশ্চিত করে।
এরপরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করে।
স্বজনরা বগুড়া শজিমেক হাসপাতালে দ্রুত নিয়ে গিয়ে ভর্তি করান। ভর্তি হওয়ার কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায়
থাকার পরে গৃহবধূর মৃত্যু হয়।
এবিষয়ে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (৫নং ওয়ার্ড) ইউপি সদস্য মমতাজ হোসেন জানান, বিষধর সাপের কামড়ে গৃহবধূটির মৃত্যু হওয়ার খবর নিশ্চিত করেছেন।