9:53 pm, Thursday, 19 September 2024

ঢাকায় কর্মস্থলে থেকে বরগুনায় মিথ্যা হয়রানিমূলক মামলার আসামি,

প্রতিনিধির নাম

বরগুনা সংবাদদাতা:

ঘটনাস্থলে না থেকেও আসামি হয়ে হয়রানি, এমনটি ঘটনা ঘটেছে, বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের, চালিতাতলা গ্রামে, জমির সিমানা বিরোধকে কেন্দ্র করে, পুর্ব শত্রুতার জের ধরে, পুর্ব পরিকল্পনা অনুযায়ী মিথ্যা ঘটনা ও ঘটনাস্থল সাজিয়ে এমন হয়রানিমূলক মামলার আসামি হয়েছে ভুক্তভোগী এস এম অলি ওরফে জলিল নামের এক ব্যক্তি। জলিল এর বাড়ি বদরখালী ইউনিয়নের, চালিতাতলা গ্রামে হলেও তিনি দীর্ঘ বছর যাবত পরিবার পরিজনদের নিয়ে বশবাস করেন রাজধানী শহর ঢাকায়, জলিল চালিতাতলা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ভুক্তভোগী জলিল জানান প্রতিপক্ষ রেজাউল ইসলামদের সাথে পুর্ব বিরোধ চলছিল। জমিকে কেন্দ্র করে তাঁরা বরগুনা সহকারী জজ আদালতে দেওয়ানি ১৫২/২০২২ মোকদ্দমা করেছে, কিন্তু মিথ্যা ঘটনা দেখিয়ে মামলা করে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে। পুনরায় ২৭ মার্চ ২০২৪ ইং তারিখ আমি সহ ৭জনকে বিবাদী করে বরগুনা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নং ২০৮/২৪ দায়ের করে। ঘটনার দিন ঢাকায় চাকরির কর্মস্থলে থেকেও বরগুনায় উল্লেখিত মামলায় আমি ১ নাম্বারে আসামি হই। এ মামলায় অন্যান্য আসামিরা হলেন হাবিব, সোহরাব,লিমন, সোবহান, সাফিয়া,সাজু বেগম। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে এস এম অলি ওরফে জলিল, হাবিব, সোবাহান, সাজু দের বিরুদ্ধে সমন ইস্যু করেন ও তিনজনকে মামলা থেকে খালাস প্রদান করেন। ভুক্তভোগী জলিল জানান প্রতিপক্ষ রেজাউল বর্তমানে এতোই উত্তেজিত মিথ্যা মামলা কে পুঁজি করে যে কোনো মুহূর্তে তার ভাড়াটিয়া সন্ত্রাসী ধারা আমার গ্রামের বাড়িতে স্বজনদের মারধর সহ আরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে, এবং তার দ্বারা আমার পরিবার পরিজনদের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এমনটাই হুমকি দিচ্ছে আ: আজিজ এর ছেলে রেজাউল ইসলাম। ভুক্তভোগী এস এম অলি ওরফে জলিল সহ তার পরিবার প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 07:50:22 pm, Wednesday, 3 July 2024
90 বার পড়া হয়েছে
error: Content is protected !!

ঢাকায় কর্মস্থলে থেকে বরগুনায় মিথ্যা হয়রানিমূলক মামলার আসামি,

আপডেট সময় : 07:50:22 pm, Wednesday, 3 July 2024

বরগুনা সংবাদদাতা:

ঘটনাস্থলে না থেকেও আসামি হয়ে হয়রানি, এমনটি ঘটনা ঘটেছে, বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের, চালিতাতলা গ্রামে, জমির সিমানা বিরোধকে কেন্দ্র করে, পুর্ব শত্রুতার জের ধরে, পুর্ব পরিকল্পনা অনুযায়ী মিথ্যা ঘটনা ও ঘটনাস্থল সাজিয়ে এমন হয়রানিমূলক মামলার আসামি হয়েছে ভুক্তভোগী এস এম অলি ওরফে জলিল নামের এক ব্যক্তি। জলিল এর বাড়ি বদরখালী ইউনিয়নের, চালিতাতলা গ্রামে হলেও তিনি দীর্ঘ বছর যাবত পরিবার পরিজনদের নিয়ে বশবাস করেন রাজধানী শহর ঢাকায়, জলিল চালিতাতলা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ভুক্তভোগী জলিল জানান প্রতিপক্ষ রেজাউল ইসলামদের সাথে পুর্ব বিরোধ চলছিল। জমিকে কেন্দ্র করে তাঁরা বরগুনা সহকারী জজ আদালতে দেওয়ানি ১৫২/২০২২ মোকদ্দমা করেছে, কিন্তু মিথ্যা ঘটনা দেখিয়ে মামলা করে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে। পুনরায় ২৭ মার্চ ২০২৪ ইং তারিখ আমি সহ ৭জনকে বিবাদী করে বরগুনা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নং ২০৮/২৪ দায়ের করে। ঘটনার দিন ঢাকায় চাকরির কর্মস্থলে থেকেও বরগুনায় উল্লেখিত মামলায় আমি ১ নাম্বারে আসামি হই। এ মামলায় অন্যান্য আসামিরা হলেন হাবিব, সোহরাব,লিমন, সোবহান, সাফিয়া,সাজু বেগম। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে এস এম অলি ওরফে জলিল, হাবিব, সোবাহান, সাজু দের বিরুদ্ধে সমন ইস্যু করেন ও তিনজনকে মামলা থেকে খালাস প্রদান করেন। ভুক্তভোগী জলিল জানান প্রতিপক্ষ রেজাউল বর্তমানে এতোই উত্তেজিত মিথ্যা মামলা কে পুঁজি করে যে কোনো মুহূর্তে তার ভাড়াটিয়া সন্ত্রাসী ধারা আমার গ্রামের বাড়িতে স্বজনদের মারধর সহ আরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে, এবং তার দ্বারা আমার পরিবার পরিজনদের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এমনটাই হুমকি দিচ্ছে আ: আজিজ এর ছেলে রেজাউল ইসলাম। ভুক্তভোগী এস এম অলি ওরফে জলিল সহ তার পরিবার প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।