3:32 am, Friday, 20 September 2024

পঞ্চগড়ে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার জগদল নুর আক্তার সরকার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সেচ্ছাসেবী সংগঠন সপ্নপূরণ অর্গানাইজেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় জগদল নুর আক্তার সরকার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সপ্নপূরণ অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সচেতনামূলক সভায় জগদল নুর আক্তার সরকার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম একরামুল হক, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক এ্যাড. আহসান হাবীব, স্বপ্ন পূরণ অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মখলেছার রহমান, সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান অনন্যা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হতাশা, উদ্বেগ, বিষন্বতা, মানসিক ব্যাধি, ঋণগ্রস্থ, দারিদ্র্যতা, পারিবারিক ও দাম্পত্য কলহ, সামাজিক কারণ ও প্রিয় জনকে না পাওয়ার বেদনা সহ নানাবিধ কারণে মানুষ আত্মহত্যা করে। তবে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায়। তবে ১৫-২৯ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। বিশ্বে প্রতিবছর প্রায় ৭ লক্ষ মানুষ আত্মহত্যা করে। আর বাংলাদেশ এর হার প্রায় ১০ হাজার। তবে আমরা যদি নিজেরা সচেতন হই ও অন্যদের সচেতন করি তাহলে আত্মহত্যার হার কমিয়ে এক পর্যায়ে শুন্যে নামিয়ে আনা সম্ভব হবে। কারো মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা গেলে তাকে বেশি করে বোঝাতে হবে, সচেতন করতে হবে। সবাই মিলে এগিলে এলে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব হবে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে। মানসিক স্বাস্থ্য আইন এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবাকে উন্নত করার চেষ্টা করছে। বিভিন্ন সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন এনজিও ও বেসরকারি সংস্থা যেমন কান পেতে রই একটি মানসিক স্বাস্থ্য হেল্পলাইন চালু করেছে। যা মানসিক সহায়তা এবং কাউন্সিলিং প্রদান করছে। ইজঅঈ ও অন্যান্য এনজিও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং কাউন্সিলিং সেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। পরে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সভার উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় কুইজের ৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 02:23:47 pm, Wednesday, 11 September 2024
13 বার পড়া হয়েছে
error: Content is protected !!

পঞ্চগড়ে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : 02:23:47 pm, Wednesday, 11 September 2024

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার জগদল নুর আক্তার সরকার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সেচ্ছাসেবী সংগঠন সপ্নপূরণ অর্গানাইজেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় জগদল নুর আক্তার সরকার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সপ্নপূরণ অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সচেতনামূলক সভায় জগদল নুর আক্তার সরকার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম একরামুল হক, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক এ্যাড. আহসান হাবীব, স্বপ্ন পূরণ অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মখলেছার রহমান, সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান অনন্যা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হতাশা, উদ্বেগ, বিষন্বতা, মানসিক ব্যাধি, ঋণগ্রস্থ, দারিদ্র্যতা, পারিবারিক ও দাম্পত্য কলহ, সামাজিক কারণ ও প্রিয় জনকে না পাওয়ার বেদনা সহ নানাবিধ কারণে মানুষ আত্মহত্যা করে। তবে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায়। তবে ১৫-২৯ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। বিশ্বে প্রতিবছর প্রায় ৭ লক্ষ মানুষ আত্মহত্যা করে। আর বাংলাদেশ এর হার প্রায় ১০ হাজার। তবে আমরা যদি নিজেরা সচেতন হই ও অন্যদের সচেতন করি তাহলে আত্মহত্যার হার কমিয়ে এক পর্যায়ে শুন্যে নামিয়ে আনা সম্ভব হবে। কারো মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা গেলে তাকে বেশি করে বোঝাতে হবে, সচেতন করতে হবে। সবাই মিলে এগিলে এলে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব হবে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে। মানসিক স্বাস্থ্য আইন এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবাকে উন্নত করার চেষ্টা করছে। বিভিন্ন সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন এনজিও ও বেসরকারি সংস্থা যেমন কান পেতে রই একটি মানসিক স্বাস্থ্য হেল্পলাইন চালু করেছে। যা মানসিক সহায়তা এবং কাউন্সিলিং প্রদান করছে। ইজঅঈ ও অন্যান্য এনজিও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং কাউন্সিলিং সেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। পরে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সভার উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় কুইজের ৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।