3:58 am, Friday, 20 September 2024

জয়পুরহাটের ক্ষেতলালে নিজ উদ্যোগে সমাজটাকে মানবিক গতিশীল করতে কাজ করে যাচ্ছে একদল যুবক

প্রতিনিধির নাম

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

সংস্কারের পালে হাওয়া লেগেছে দেশব্যাপী। তরুণ ও যুবসমাজ হয়ে উঠছে মানবিক ও সেচ্ছাসেবী। যার সাথে তালে তাল মিলিয়ে ভেঙে পরা একটি নাজুক আর্থসামাজি দেশ দ্রুত হয়ে উঠছে বাসযোগ্য ও সহনশীল। সম্প্রতি বন্যায় সারাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ই তার জলন্ত প্রমাণ। সারাদেশের সাথে তাল মিলিয়ে জয়পুরহাট জেলাতেও রয়েছে বেশ কিছু সংগঠন, যারা নিজেদের প্রচেষ্টায় সমাজে মানবিক ও কল্যাণ বিলিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে। এমন সংগঠনের মধ্যে একটি ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের “মাজিয়াস্থল ইয়াং ইউনিট “। ” আমাদের সমাজ আমরাই গড়ি, সংস্কারের হালটা ধরি ” এই স্লোগানে নিজেদের পরিবর্তন করে সমাজটাকে বদলে দিতে নিজের গ্রাম থেকেই কার্যক্রম শুরু করে এই সংগঠনটি। নব সূচিত এই সংগঠনটির সদস্যরা নিজেদের সাধ্যমত অর্থ একত্র করে গ্রামের ভাঙ্গা রাস্তা, ও ড্রেইন সংস্কারের মতো মহৎ উন্নয়নমূলক, সামাজিক কাজ জনস্বার্থে ইতিমধ্যে সফলভাবে করেছে। সম্পুর্ন রাজনৈতিক প্রভাবমুক্ত এই সংগঠনটি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে, অসহায় দুস্থদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা, বৃক্ষরোপণ, সেচ্ছায় রক্তদান, অসামাজিক ও অন্যায় কাজকে নিরুৎসাহিত করা সহ আরও বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উদ্দোগ গ্রহণ করেছে যা, ধীরে ধীরে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক “আতিকুর রহমান আতিক “। এই সংগঠনের সদস্য সচিব তামীম বলেনঃ আমরা দেশ ও দশের তথা এই সমাজের জন্য কিছু করতে চাই, যা সকলের জন্য কল্যাণকর। এর জন্য একতা দরকার। একতা গড়তে কাউকে না কাউকে ত প্রথমে এগিয়ে আসতেই হবে। তাই এসেছি। সেবার জন্যই নিজেকে তৈরী করতেছি। যদি কেউ সেচ্ছায় সংগঠনের কাজে অংশগ্রহণ করতে চায় বা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চায় তাহলে শ্রদ্ধার সাথে স্বাগত জানাবে, জানিয়েছেন – কোষাধ্যক্ষ ও উপদেষ্টা রাব্বিউল হাসান বাবু। তিনি আরও বলেন, আমরা এমন কিছু করে যেতে চাই যা সমাজ ও স্রষ্টার তুষ্টি অর্জন করতে পারে। মাজিয়াস্থল ইয়াং ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক মোতালেব হোসেন সাজু বলেন, আমাদের সমাজ, আমাদের দায়। এই দায়বদ্ধতা থেকেই আমাদের উচিৎ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি সমাজ রেখে যাওয়া। যে সমাজ হবে মানবিক,মেধাসম্পন্ন নেশা এবং দুর্নীতি মুক্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 10:11:08 pm, Thursday, 12 September 2024
11 বার পড়া হয়েছে
error: Content is protected !!

জয়পুরহাটের ক্ষেতলালে নিজ উদ্যোগে সমাজটাকে মানবিক গতিশীল করতে কাজ করে যাচ্ছে একদল যুবক

আপডেট সময় : 10:11:08 pm, Thursday, 12 September 2024

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

সংস্কারের পালে হাওয়া লেগেছে দেশব্যাপী। তরুণ ও যুবসমাজ হয়ে উঠছে মানবিক ও সেচ্ছাসেবী। যার সাথে তালে তাল মিলিয়ে ভেঙে পরা একটি নাজুক আর্থসামাজি দেশ দ্রুত হয়ে উঠছে বাসযোগ্য ও সহনশীল। সম্প্রতি বন্যায় সারাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ই তার জলন্ত প্রমাণ। সারাদেশের সাথে তাল মিলিয়ে জয়পুরহাট জেলাতেও রয়েছে বেশ কিছু সংগঠন, যারা নিজেদের প্রচেষ্টায় সমাজে মানবিক ও কল্যাণ বিলিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে। এমন সংগঠনের মধ্যে একটি ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের “মাজিয়াস্থল ইয়াং ইউনিট “। ” আমাদের সমাজ আমরাই গড়ি, সংস্কারের হালটা ধরি ” এই স্লোগানে নিজেদের পরিবর্তন করে সমাজটাকে বদলে দিতে নিজের গ্রাম থেকেই কার্যক্রম শুরু করে এই সংগঠনটি। নব সূচিত এই সংগঠনটির সদস্যরা নিজেদের সাধ্যমত অর্থ একত্র করে গ্রামের ভাঙ্গা রাস্তা, ও ড্রেইন সংস্কারের মতো মহৎ উন্নয়নমূলক, সামাজিক কাজ জনস্বার্থে ইতিমধ্যে সফলভাবে করেছে। সম্পুর্ন রাজনৈতিক প্রভাবমুক্ত এই সংগঠনটি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে, অসহায় দুস্থদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা, বৃক্ষরোপণ, সেচ্ছায় রক্তদান, অসামাজিক ও অন্যায় কাজকে নিরুৎসাহিত করা সহ আরও বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উদ্দোগ গ্রহণ করেছে যা, ধীরে ধীরে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক “আতিকুর রহমান আতিক “। এই সংগঠনের সদস্য সচিব তামীম বলেনঃ আমরা দেশ ও দশের তথা এই সমাজের জন্য কিছু করতে চাই, যা সকলের জন্য কল্যাণকর। এর জন্য একতা দরকার। একতা গড়তে কাউকে না কাউকে ত প্রথমে এগিয়ে আসতেই হবে। তাই এসেছি। সেবার জন্যই নিজেকে তৈরী করতেছি। যদি কেউ সেচ্ছায় সংগঠনের কাজে অংশগ্রহণ করতে চায় বা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চায় তাহলে শ্রদ্ধার সাথে স্বাগত জানাবে, জানিয়েছেন – কোষাধ্যক্ষ ও উপদেষ্টা রাব্বিউল হাসান বাবু। তিনি আরও বলেন, আমরা এমন কিছু করে যেতে চাই যা সমাজ ও স্রষ্টার তুষ্টি অর্জন করতে পারে। মাজিয়াস্থল ইয়াং ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক মোতালেব হোসেন সাজু বলেন, আমাদের সমাজ, আমাদের দায়। এই দায়বদ্ধতা থেকেই আমাদের উচিৎ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি সমাজ রেখে যাওয়া। যে সমাজ হবে মানবিক,মেধাসম্পন্ন নেশা এবং দুর্নীতি মুক্ত।