8:35 pm, Sunday, 22 September 2024

পলিটেকনিক ইনস্টিটিউট ৫০ মাস বেতনহীন ৭৩৯ শিক্ষক

প্রতিনিধির নাম

বরগুনা প্রতিনিধি:

টানা ৫০ মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৩৯ জন শিক্ষকদের সাথে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকরা শান্তিপূর্ন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার ( ২২ সেপ্টেম্বর ) সকাল ১০ টা থেকে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে। পরে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যাক্ষ ও বরগুনা জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রদান করে। কারিগরি শিক্ষার মানোন্নয়নে সরকারি ৪৯টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সমূহের মানোন্নয়ন ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে ২০১০ সালের জুলাই মাসে সরকার স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট (স্টেপ) শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে। দুই ধাপে প্রকল্পটি ৩০ জুন ২০১৯ সাল পর্যন্ত চলমান ছিল। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে ৩০ জুন ২০১৯ তারিখের পত্রের মাধ্যমে প্রকল্পের জনবল দিয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিপত্র জারি হয়। তারা বলেন, প্রকল্প শেষে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রী ২২ মে ২০১৯ সদয় অনুমতি প্রদান করেন এবং সরকারের থোক বরাদ্দ থেকে ২০১৯- ২০২০ অর্থবছরে বেতন ভাতা দিয়ে প্রদান করা হয়। যা ২০২০ সালের জুন মাস পর্যন্ত চলমান ছিল কিন্তু অজ্ঞাত কারণে তা বর্তমানে বন্ধ রয়েছে। আন্দোলনকারিরা বলেন, আমাদের মধ্যে এমন অনেকে শিক্ষক রয়েছে যার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অনেকে বেতন না হওয়ায় বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছেনা, সন্তানকে স্কুলে পাঠাতে পারছেনা। যতদিন পর্যন্ত দাবি আদায় না হয়, ততদিন আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এসব শিক্ষক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ের মাধ্যমে সমস্যাটি দ্রুত সমাধান করে বেতনভাতাদি প্রদান না করা পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগের অবসানের জন্য বকেয়া বেতন-ভাতা প্রদান ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবি করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 05:49:01 pm, Sunday, 22 September 2024
4 বার পড়া হয়েছে
error: Content is protected !!

পলিটেকনিক ইনস্টিটিউট ৫০ মাস বেতনহীন ৭৩৯ শিক্ষক

আপডেট সময় : 05:49:01 pm, Sunday, 22 September 2024

বরগুনা প্রতিনিধি:

টানা ৫০ মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৩৯ জন শিক্ষকদের সাথে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকরা শান্তিপূর্ন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার ( ২২ সেপ্টেম্বর ) সকাল ১০ টা থেকে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে। পরে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যাক্ষ ও বরগুনা জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রদান করে। কারিগরি শিক্ষার মানোন্নয়নে সরকারি ৪৯টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সমূহের মানোন্নয়ন ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে ২০১০ সালের জুলাই মাসে সরকার স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট (স্টেপ) শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে। দুই ধাপে প্রকল্পটি ৩০ জুন ২০১৯ সাল পর্যন্ত চলমান ছিল। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে ৩০ জুন ২০১৯ তারিখের পত্রের মাধ্যমে প্রকল্পের জনবল দিয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিপত্র জারি হয়। তারা বলেন, প্রকল্প শেষে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রী ২২ মে ২০১৯ সদয় অনুমতি প্রদান করেন এবং সরকারের থোক বরাদ্দ থেকে ২০১৯- ২০২০ অর্থবছরে বেতন ভাতা দিয়ে প্রদান করা হয়। যা ২০২০ সালের জুন মাস পর্যন্ত চলমান ছিল কিন্তু অজ্ঞাত কারণে তা বর্তমানে বন্ধ রয়েছে। আন্দোলনকারিরা বলেন, আমাদের মধ্যে এমন অনেকে শিক্ষক রয়েছে যার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অনেকে বেতন না হওয়ায় বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছেনা, সন্তানকে স্কুলে পাঠাতে পারছেনা। যতদিন পর্যন্ত দাবি আদায় না হয়, ততদিন আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এসব শিক্ষক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ের মাধ্যমে সমস্যাটি দ্রুত সমাধান করে বেতনভাতাদি প্রদান না করা পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগের অবসানের জন্য বকেয়া বেতন-ভাতা প্রদান ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবি করেন।