9:05 pm, Thursday, 19 September 2024
সংবাদ শিরোনাম ::
করিমগঞ্জে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার
পুকুরে ভাসমান অবস্থায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার (৯ জুলাই) সকাল ৯টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারীবাড়ির পুকুর থেকে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ব্যবসায়ী বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাভাবিক বা অস্বাভাবিক দুইটি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহত বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান খান মিলন জানিয়েছেন, তার ছোট ভাইকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছ তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
নিউজ/ জনি/ পাবলিস্ট রেজাউল ইসলাম।