এইমাত্র প্রকাশিত
ঢাকা জেলার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে ১ কোটি ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

ইসমাইল হোসেন ঢাকা প্রতিনিধি।
- আপডেট সময় : ১২:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ সোমবার বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন পাংগাও বুড়িগংঙ্গা নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ হতে ঢাকাগামী ০১ টি স্টিল বডি তল্লাশি করতঃ ১ কোটি ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।