১৫ আগষ্ট উপলক্ষে পাবনা সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত এম.জে সুলভঃ
এম.জে সুলভ, পাবনা প্রতিনিধি:
পাবনায় জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট উপলক্ষে সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ আগষ্ট) রবিবার দুপুরে সাঁথিয়া উপজেলার সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল করিম হিরুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি।
এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড. বেলায়েত আলী বিল্লু, উপজেলা আ.লীগের সভাপতি হাসান আলী খাঁন, পৌর মেয়র মোঃ মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা সহ উক্ত বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।