পিরোজপুরের নেছারাবাদে ফ্যাক্ট চেকিং
নেছারাবাদে ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা
শফিক টুটুল, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে ফ্যাক্ট চেকিং বিষয়ে নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) সকালে সিসিডি বাংলাদেশ এর উদ্যেগে এবং ইন্টারনিউজ এর সহযোগিতায় উপজেলার স্বরূপকাঠি পৌরসভার হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের কর্মশালার উদ্ধোধন করেন স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম।
কর্মশালায় স্থানীয় এবং জাতীয় দৈনিকের দশজন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালার নলেজ শেয়ারিং বিষয়ের পরিচালনা করেন আজকের পত্রিকার সাংবাদিক মো: হাবিবুল্লাহ।
কর্মশালায় ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি ভিডিও তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।