সৌদির দ্বিতীয় বৃহত্তম শহরে হবে আইপিএলের মেগা নিলাম
- আপডেট সময় : ০৫:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
সৌদি আরবে শুধু ফুটবল নয়, এবার ক্রিকেট শিকড় গেঁড়ে বসতে যাচ্ছে। হয়তো ক্রিকেট আয়োজনের মতো স্টেডিয়াম তাদের নেই। তবে, আইপিএলের মতো মেগা ফ্রাঞ্চাইজি আসরের নিলামের তো আয়োজন করা যায়।
বেশ কিছুদিন আগে থেকেই এ নিয়ে আলাপ-আলোচনা চলছিলো। অবশেষে নির্ধারিত হলো, সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহ জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম।
চলতি নভেম্বর মাসের শেষে দুদিন ধরে চলবে এই মহা নিলাম। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট চলাকালীন অনুষ্ঠিত হবে এই নিলাম। সেখান থেকে দল বাছাই করবেন ১০টি ফ্রাঞ্জাইজির মালিক এবং কর্মকর্তারা।
কিন্তু টেস্ট এবং নিলাম দুটোরই সম্প্রচার করবে একই চ্যানেল। তার জন্য বোর্ডের পক্ষ থেকে চেষ্টা চলছে এমন সময়ে নিলাম শুরু করার, যাতে দিনের খেলা শেষ হয়ে যাওয়ার পরে নিলাম হতে পারে। যেহেতু অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের সময়ের ব্যবধান অনেকটাই, তাই সমস্যা হবে না বলেই আশাবাদী বিসিসিআই।