আপনাদের ভালোবাসায় এবার আমি নৌকা পাবো- এমপি নিক্সন চৌধুরী
তানভীর তুহিন, (ফরিদপুর) প্রতিনিধি:
আপনাদের ভালোবাসায় এবার আমি নৌকা পাবো বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮ তম শাহাদাত বার্ষীকি এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস বলেন, আমরা কোন মার্কা চিনি না। আমরা কৃষ্ণপুর বাসী চিনি নিক্সন মার্কা। তাই এমপি নিক্সন চৌধুরী যেই মার্কা নিয়েই আসবে আমরা সেই মার্কায়ই ভোট দিবো। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, থানা অফিসার ইনচার্জ মামুন আল রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম বাবুলসহ অনেকে।