ফরিদপুরের সদরপুরে জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
তানভীর তুহিন, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা কোর কমিটির সাথে সদরপুর উপজেলার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকববৃন্দ, শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক, র ্যাব ১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার, জেলা আনসার ও ভিডিপি কমাড্যান্ট নাদিরা ইয়াসমিন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, সদরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনাসহ অনেকে।