সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
তানভীর তুহিন, (ফরিদপুর):
ফরিদপুরের সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দী গ্রামের রহিম মাতুব্বরের ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামী চুন্নু মাতুব্বর (৫৫) কে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। জানাগেছে, সদরপুর থানার এস আই ইলিয়াস হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ গত সোমাবার রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানার কালিয়ারচর পূর্ব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ২০১২ সালে নিহত রাশিদা (২৬) এর ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সদরপুর থানায় একটি হত্যা মামালা দায়ের করেছিলেন। যাহার মামলা নং-১, তারিখ ৮/২/২০১২, সদরপুর জি আর-১৬/১২, নারী ও শিশু নির্যাতন দমন- ৯ (৩)/৯ (২)। পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত মামলায় চুন্নু মাতুব্বর কে মৃত্যুদণ্ড প্রদান করে। উল্লেখ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী চুন্নু মাতুব্বর প্রতিবেশী হারুন মুন্সির মেয়ে নিহত রাশিদাকে প্রাইভেট পড়ানোর সময় জোরপূর্বক ধর্ষণের পরে হত্যা করে। আসামী চুন্নু মাতুব্বর দীর্ঘদিন পালাতক থাকার পরে গ্রেফতার হন।