দোহারে রাতের আধারে গাইড ওয়াল ভাংচুরের অভিযোগ

- আপডেট সময় : ০৩:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের লটাখোলা বিলেরপাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধারে গাইড ওয়াল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঐ এলাকার বাসিন্দা ভূক্তভোগী ইকবাল হোসেন ও লামিয়া আক্তার অভিযোগ করেন ১৯৯০ সালে তাদের ক্রয়কৃত লটাখোলা মৌজার আর এস ৭৩২ ও ৭৩৩ দাগে আট শতাংশ জমি দখলকরে রাখেন একই এলাকার রাহাত গং। স্থানীয়দের ও প্রশাসনের সহায়তায় জমি পরিমাপ করার পর নিজেদের জমিতে সোমবার দুপুরে গাইলওয়াল নির্মাণ করেন ইকবাল হোসেন ও অপর মালিক লামিয়া আক্তার। তাদের অভিযোগ ঐদিন রাতে রাহাত ও স্থানীয় সুমনের নেতৃত্বে ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে গাইডওয়াল ভেঙ্গে ফেলেন। পরদিন মঙ্গলবার সকালে এবিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী ইকবাল হোসেন। এঘটনার সাথে জরিতদের শাস্তির দাবি জানান তারা। এদিকে অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।
অভিযোগের তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির বলেন, গাইডওয়াল ভাংচুরের বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত রাহাত বলেন, আমরা থানায় অভিযোগ করে গাইড ওয়াল নির্মাণ বন্ধ করেছিলাম। রাতের আধারে কে বা কারা গাইডওয়াল ভেঙ্গেছে আমরা জানিনা। তিনি আরও বলেন, ইকবাল হোসেনগং নিজেরা ওয়াল ভেঙ্গে আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন।
অপর অভিযুক্ত ব্যাক্তি সুমন হোসেনের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিক ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।