মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত মুক্তার হোসেন

- আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

আনভিল বাপ্পি ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন।সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড কমিউনিটি–এর মহাসচিব এম এম আনোয়ার হোসেন অপু এর হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ পরিবর্তন ও উন্নয়নে নিবেদিত মানুষদের স্বীকৃতি প্রদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তারা আশা প্রকাশ করেন, মোঃ মুক্তার হোসেনের এই সম্মাননা সমাজসেবার কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।স্থানীয়ভাবে এ অর্জনে আনন্দের বন্যা বইছে এবং এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।