ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না–ফুলঝুড়ি সড়কের বেহাল অবস্থা, জুলাই যোদ্ধার মাছ চাষে জনদুর্ভোগ চরমে বরগুনায় শারদীয় দুর্গোৎসবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বরিশাল রেঞ্জ ডিআইজি পীরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন পেপের সালাদের ভিডিও পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির স্বেচ্ছাসেবক নিয়োগ ও হেল্প ডেক্স প্রস্তুতি সভা অনুষ্ঠিত । শিশুর যত্ন: এক সম্পূর্ণ গাইড ২০২৫ | সুস্থ ও সুখী শিশুর জন্য প্রয়োজনীয় টিপস শিশুর যত্ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ব্যাংকের টাকা লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: ড. আনিসুজ্জামান চৌধুরী ঘোড়াঘাটে সদ্য বিএনপিতে যোগ দেয়া ৩ ইউপি সদস্যের পাল্টা সংবাদ সম্মেলন

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না–ফুলঝুড়ি সড়কের বেহাল অবস্থা, জুলাই যোদ্ধার মাছ চাষে জনদুর্ভোগ চরমে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না–ফুলঝুড়ি সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। খানাখন্দে ভরা সড়কে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পরিণত হয় জলাশয়ে। এ অবস্থার প্রতিবাদে প্রতীকী কর্মসূচি হিসেবে ফুলঝুড়ি বাজার সংলগ্ন সড়কে মাছ চাষ করেছেন জুলাই যোদ্ধা সংগঠনের নেতা। বরগুনা–বরিশাল আঞ্চলিক মহাসড়কের সঙ্গে যুক্ত গৌরীচন্না–ফুলঝুড়ি সড়কের এমন বেহাল অবস্থা বহুদিনের। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও ঝুঁকি নিয়ে চলাচল করছে এই সড়ক দিয়ে।

যাত্রীরা বলছেন আমরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করি। সামান্য বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রোগী নিয়ে গেলে কাঁপুনিতে রোগীর অবস্থা আরও খারাপ হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, মাত্র দুই মাস আগে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সামান্য রিপেয়ারিংয়ের কাজ করলেও নিম্নমানের কাজের কারণে তা স্থায়ী হয়নি। কার্পেটিং উঠে গিয়ে আবারও সৃষ্টি হয়েছে খানাখন্দ। হাই স্কুল ,কলেজ, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদে আসা-যাওয়া লোকজন ও শিক্ষার্থীদের অনেক সমস্যা সৃষ্টি হয় । প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

দুর্ভোগে অতিষ্ঠ হয়ে সম্প্রতি জুলাই যোদ্ধার জেলা আহবায়ক মোঃ হান্নান মিয়া প্রতীকী প্রতিবাদ হিসেবে ফুলঝুড়ি বাজার সংলগ্ন সড়কে মাছ চাষ করেন। এতে জনমনে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে।

এখানে কোনো তদারকি নেই। ঠিকাদাররা কাজ করে চলে যায়, কয়েকদিন না যেতেই আবার আগের মতো হয়ে যায়। স্থানীয়রা অবিলম্বে এ সড়কের টেকসই সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বরগুনার অন্যতম ব্যস্ত এই সড়ক হয়ে উঠবে জনজীবনের বড় দুর্ভোগ। এখন দেখার বিষয়, সড়ক ও জনপদ বিভাগ কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না–ফুলঝুড়ি সড়কের বেহাল অবস্থা, জুলাই যোদ্ধার মাছ চাষে জনদুর্ভোগ চরমে

আপডেট সময় : ১০:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না–ফুলঝুড়ি সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। খানাখন্দে ভরা সড়কে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পরিণত হয় জলাশয়ে। এ অবস্থার প্রতিবাদে প্রতীকী কর্মসূচি হিসেবে ফুলঝুড়ি বাজার সংলগ্ন সড়কে মাছ চাষ করেছেন জুলাই যোদ্ধা সংগঠনের নেতা। বরগুনা–বরিশাল আঞ্চলিক মহাসড়কের সঙ্গে যুক্ত গৌরীচন্না–ফুলঝুড়ি সড়কের এমন বেহাল অবস্থা বহুদিনের। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও ঝুঁকি নিয়ে চলাচল করছে এই সড়ক দিয়ে।

যাত্রীরা বলছেন আমরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করি। সামান্য বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রোগী নিয়ে গেলে কাঁপুনিতে রোগীর অবস্থা আরও খারাপ হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, মাত্র দুই মাস আগে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সামান্য রিপেয়ারিংয়ের কাজ করলেও নিম্নমানের কাজের কারণে তা স্থায়ী হয়নি। কার্পেটিং উঠে গিয়ে আবারও সৃষ্টি হয়েছে খানাখন্দ। হাই স্কুল ,কলেজ, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদে আসা-যাওয়া লোকজন ও শিক্ষার্থীদের অনেক সমস্যা সৃষ্টি হয় । প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

দুর্ভোগে অতিষ্ঠ হয়ে সম্প্রতি জুলাই যোদ্ধার জেলা আহবায়ক মোঃ হান্নান মিয়া প্রতীকী প্রতিবাদ হিসেবে ফুলঝুড়ি বাজার সংলগ্ন সড়কে মাছ চাষ করেন। এতে জনমনে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে।

এখানে কোনো তদারকি নেই। ঠিকাদাররা কাজ করে চলে যায়, কয়েকদিন না যেতেই আবার আগের মতো হয়ে যায়। স্থানীয়রা অবিলম্বে এ সড়কের টেকসই সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বরগুনার অন্যতম ব্যস্ত এই সড়ক হয়ে উঠবে জনজীবনের বড় দুর্ভোগ। এখন দেখার বিষয়, সড়ক ও জনপদ বিভাগ কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।