পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির স্বেচ্ছাসেবক নিয়োগ ও হেল্প ডেক্স প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।

- আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ নির্বিঘ্নে, নিরাপদে, সাচ্ছন্দ্যে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে হেল্প ডেক্সের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সমন্বয়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০৯টি পূজামণ্ডপে প্রায় ৭ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি পূজার দিনগুলোতে সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবকে সফল করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সর্বজনীন উৎসব। তাই শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে পূজা উদযাপন করতে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।