এইমাত্র প্রকাশিত
জুলাই ৩৬ (মোঃ মোজাম্মেল হক)

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

জুলাই ৩৬
(মোঃ মোজাম্মেল হক)
কত কথা, কত ব্যথা,
হৃদয়ে আছে মোর গাঁথা।।
হে জুলাই,
তুমি তো এক থেকে ছত্রিশ,
তুমি তো শহিদ আবু সাঈদ –
আর মীর মুগ্ধের জীবনের বলিদান।
কত ভাইয়ের চিৎকার চেঁচামেচি
আর কত বোনের জীবনের আর্তনাদ।।
তুমি তো কেড়ে নিয়েছো
কত ভাই বোনের হাত পা,
কত প্রাণ, আর মাথার খুলি
এ মোরা কী করে ভুলি?
কত সুন্দর, কত মনোহর,
কত অপরূপ রূপের অধিকারী তুমি।।
হে জুলাই,
কত শহিদের রক্তে রঞ্জিত তুমি।
কত বাবা-মায়ের অশ্রু সিক্ত জীবনের আর্তনাদ
সালাম, সহস্র সালাম তোমায়,
হে জুলাই।।