দেবীগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক্সক্যাভেটর(ভেকু )মেশিন জব্দ ।

- আপডেট সময় : ১১:৫৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (৭ ফেব্রুয়ারী ) বিকাল ৫ ঘটিকায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাঝাডুবা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে উপস্তিত ছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সোয়েল রানা,অভিযানকালে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়েছে ।এবং সেই সাথে অবৈধভাবে মাটি কাটার ভেকু মেশিনের মালিক এবং জমির মালিক জাকিরুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন,অবৈধভাবে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটিকাটা ও বিক্রয়ের অপরাধে জমির মালিক জাকিরুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে ।
অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সমসময় বদ্ধপরিকর। এরুপ অভিযান অব্যাহত থাকবে।